
মো: আল আমিন ( নেছারাবাদ প্রতিনিধি) শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি) পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, বাংলাদেশ আইএমএমআই হিযবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ও অঙ্গসংগঠন, কেন্দ্রীয় শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর শুভ জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে ছারছীনা দারুসসুন্নাত জামেয়া ইসলামিয়া, জামেয়া নেছারিয়া দীনিয়া ও হাফিজি মাদ্রাসার ছাত্রদের মাঝে প্রতিবছরের ন্যায় ১২ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল— মিলাদ কিয়াম, কেরাত প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশনা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও হৃদয়স্পর্শী বক্তৃতা ওয়াজ মাহফিল।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত। এছাড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নেছারাবাদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, ঈদ-ই মিলাদুন্নবীর এ মহতী আয়োজনের মাধ্যমে মুসলমানদের অন্তরে প্রিয় নবীজির (সা.) প্রতি গভীর ভালোবাসা, মোহাব্বত ও অনুসরণের অঙ্গীকার নতুন করে দৃঢ় হয়।
