
ইজাব টিভি ডেস্ক : ঢাকা, ২২ মে বৃহস্পিতবার মহান মুক্তিযোদ্ধা ও ইস্টার্ন নিউজ এজেন্সির (ENA) প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম রসুল মল্লিকের ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ আসরের নামাজের পর তাঁর বাসভবনে কোরআনখানি ও তবারুক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রায় ৬০ বছরের সাংবাদিকতা জীবনে, তিনি বিশ্বের ৫৩ জন রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন, যার মধ্যে ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান, মার্গারেট থ্যাচার, বোরিস ইয়েলৎসিন, দেং শিয়াও পিং, মাও সে তুং, ইন্দিরা গান্ধী ও ফিদেল কাস্ত্রো—যা তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে একজন কিংবদন্তি সাংবাদিক হিসেবে স্বীকৃতি এনে দেয়।
মুক্তিযুদ্ধের সময়, তিনি বাঙালির কণ্ঠস্বর হিসেবে ENA গড়ে তোলেন—প্রথম বাংলা সাংবাদিক হিসেবে স্বাধীনতার পক্ষে লড়াইয়ের তথ্য বিশ্বের দরবারে তুলে ধরেন।
তিনি তিনবার কমনওয়েলথ প্রেস ইউনিয়ন (বাংলাদেশ শাখা)-এর চেয়ারম্যান নির্বাচিত হন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তাঁর অনন্য কৃতিত্বের মধ্যে অন্যতম ছিল চন্দ্রজয়ের ঐতিহাসিক মুহূর্তটি যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে সরাসরি কভার করা, যা বাঙালি সাংবাদিকতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে
