বিশ্ব পর্যটন দিবস পালিত নেছারাবাদে

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতাঃ মোঃ রুহুল আমীন : “দেহ মনে সুস্থ্য থাকুন, স্বরূপকাঠী ভ্রমন করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ট্যুর অপারেটর এসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা করা হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে একটি র‌্যালি বের করে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফেরি পাড় হয়ে উপজেলার মিয়ারহাট বন্দর প্রদক্ষিন করে ফজিলা রহমান মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। নেছারাবাদের সহকারি কমিশনার ভূমি মো. রায়হান মাহামুদ র‌্যালিতে অংশ গ্রহন করেন। পরে সেখানে এক পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন ট্যুর অপারেটর এসোসিয়েশন স্বরূপকাঠী (ট্যুয়াস) এর উপদেষ্টা প্রফেসর মো. জহিরুল হক, সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনেয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, মাটি প্রমুখ।