
ইজাব আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে বলেছেন যে, তুরস্ক সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।
এরদোগানের কার্যালয় জানিয়েছে, তুরস্কে আন্টালিয়া কূটনীতি ফোরামে তাদের বৈঠকে এরদোগান বলেন যে সিরিয়ার সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার জন্য প্রচেষ্টা বৃদ্ধি করা উচিত এবং তুরস্ক দেশটিকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
এর আগে এরদোগান বলেন, গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন—যাদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিকও রয়েছেন। তিনি বলেন, এটা যদি বর্বরতা না হয়, তাহলে বর্বরতা কাকে বলে? ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।
তিনি আরও বলেন, গাজায় হামলার বিরুদ্ধে নীরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি ইসরাইলের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্বের শক্তিধরদের এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।
